Studypress News
দেশের প্রথম কয়লাভিত্তিক বড় বিদ্যুৎকেন্দ্র পটুয়াখালীর পায়রায়
29 Mar 2016
বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে দক্ষিণাঞ্চলীয় জেলা পটুয়াখালীর পায়রায় নির্মিত হচ্ছে ১৩০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০১৯ সালের এপ্রিলে এই কেন্দ্রটির প্রথম ইউনিট (৬৬০ মেগাওয়াট) এবং ডিসেম্বরে একই ক্ষমতার দ্বিতীয় ইউনিট চালু হওয়ার কথা রয়েছে। সরকার যে কয়টি বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে, এর মধ্যে পায়রার চেয়ে আগে অন্য কোনোটি চালু হওয়ার সম্ভাবনা নেই। বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের জন্য সরকারি মালিকানাধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং চীনের সরকারি প্রতিষ্ঠান সিএমসি মিলে ‘বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড’ বা বিসিপিসিএল একটি নতুন কোম্পানি গঠন করা হয়েছে। এ প্রকল্পে প্রায় আড়াই শো কোটি ডলার ব্যয় করা হবে।