Studypress News

ইসলামই থাকছে রাষ্ট্রধর্ম

28 Mar 2016

রাষ্ট্রধর্ম ইসলাম চ্যালেঞ্জ করে ২৮ বছর আগে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ সোমবার (২৮/৩/১৬ ইং) এ আদেশ দেন।

রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন

  • আইনজীবী জগলুল হায়দার আফ্রিক
  • আইনজীবী সুব্রত চৌধুরী।

 

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

 

১৯৮৮ সালে সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে সংযুক্ত করেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সংবিধানে ২ (ক) অনুচ্ছেদ যুক্ত করে বলা হয়, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হবে ইসলাম, তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাবে।

সেসময় স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটির পক্ষে রাষ্ট্রধর্মের ওই বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন দেশের ১৫ জন বরেণ্য ব্যক্তি। তাঁদের মধ্যে ১০ জন মারা গেছেন।

তাঁরা হলেন

  • সাবেক প্রধান বিচারপতি কামালউদ্দিন হোসেন,
  • বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য,
  • বিচারপতি কে এম সোবহান,
  • কবি সুফিয়া কামাল,
  •  অধ্যাপক খান সারওয়ার মুরশিদ,
  • জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদ,
  • অধ্যাপক কবীর চৌধুরী,
  • শিল্পী কলিম শরাফী,
  • অধ্যাপক মোশাররফ হোসেন
  • সাংবাদিক ফয়েজ আহমদ

আবেদনকারীদের মধ্যে এখন জীবিত পাঁচজন হলেন

  • অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী,
  •  সেক্টর কমান্ডার সি আর দত্ত,
  • বদরুদ্দীন উমর,
  • বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
  • অধ্যাপক আনিসুজ্জামান

রিট আবেদনের ২৩ বছর পর ২০১১ সালের ৮ জুন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল দেন। ওই দিনই অ্যামিকাস কিউরি হিসেবে ১৪ জন জ্যেষ্ঠ আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়। তাঁদের মধ্যে দুজন ড. এম জহির ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম মারা গেছেন।

বাকি ১২ জন হলেন

  • টি এইচ খান,
  • ড. কামাল হোসেন,
  • রফিক-উল হক,
  • এম আমীর-উল ইসলাম,
  • এ এফ হাসান আরিফ,
  • রোকনউদ্দিন মাহমুদ,
  • আখতার ইমাম,
  • ফিদা এম কামাল,
  • আজমালুল হোসেন কিউসি,
  • আবদুল মতিন খসরু,
  • ইউসুফ হোসেন হুমায়ুন
  • আফম মেজবাহ উদ্দিন

রুল জারির প্রায় পাঁচ বছর পর চলতি বছরের ৮ মার্চ এই রুল শুনানির জন্য আদালতে ওঠে। ওই দিন আদালত অ্যামিকাস কিউরিদের বাদ দিয়ে শুনানির জন্য ২৮/০৩/১৬ ইং ধার্য করেন।