Studypress News
সোল টেস্ট অব টাইম অ্যাওয়ার্ডে ভূষিত হলেন বাঙালি বিজ্ঞানী বদরুল মুনির সরওয়ার
28 Mar 2016
ইন্টারনেট-প্রযুক্তি ও কৌশল বিকাশে অবদানের জন্য ২০১৬ সালের সোল টেস্ট অব টাইম অ্যাওয়ার্ড পেয়েছেন বাঙালি বিজ্ঞানী বদরুল মুনির সরওয়ার। তাঁর সঙ্গে আরও তিনজন এ পুরস্কার পেয়েছেন। গত বছর থেকে চালু হওয়া এই পুরস্কার পেয়েছেন গুগলের প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ও ল্যারি পেজ।
২০০১ সালে পিএইচডি গবেষণাকালে বদরুল মুনির সরওয়ার উদ্ভাবিত ‘আইটেমভিত্তিক কলাবরেটিভ ছাঁকনির সুপারিশের অ্যালগরিদম’-এর জন্য বদরুল মুনির এবং যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের তিনজন অধ্যাপক জর্জ ক্যারিপিস, যোসেফ কনস্ট্যান্ট ও জন রিড এই পুরস্কার পেয়েছেন। এর মধ্যে প্রয়াত জন রিডের সরাসরি তত্ত্বাবধানে বদরুল তাঁর গবেষণা সম্পন্ন করেছিলেন। ২০০৫ সালে লন্ডনের বিখ্যাত সাময়িকী ইকোনমিস্ট এক নিবন্ধে তাঁর এই গবেষণাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছিল। ইন্টারনেটের প্রাণ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) কনফারেন্স গত বছর থেকে এই পুরস্কার প্রবর্তন করে। ইন্টারনেট দুনিয়ায় প্রকাশিত কালোত্তীর্ণ গবেষণা নিবন্ধের জন্য প্রথম বছর এই পুরস্কার পেয়েছিলেন সের্গেই ও ল্যারি। ১৯৯৮ সালে প্রকাশিত সের্গেই ও ল্যারির গবেষণা ইন্টারনেটে তথ্য খোঁজার ব্যাপারটির আমূল পরিবর্তন ঘটায়। বদরুল মুনিরের অ্যালগরিদমও বদলে দিয়েছে ইন্টারনেটের ‘সুপারিশব্যবস্থা’।