Studypress News

লিপ রিডিং প্রযুক্তি আবিষ্কার করলেন ব্রিটিশ বিজ্ঞানীরা

25 Mar 2016

মানুষের ঠোঁট নড়া দেখে তারা কি বলছে তা জানা যাবে এমন এক প্রযুক্তিই আবিষ্কার করেছেন ব্রিটিশ বিজ্ঞানীরা।

ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার গবেষকদের দাবি, অপরাধ এবং সন্ত্রাসবাদের মোকাবেলায় খুবই সহায়ক হবে ‘লিপ রিডিং’ প্রযুক্তি। ‘লিপ রিডিং’ বিশেষজ্ঞরা এখনও ‘পি’ এবং ‘বি’ এর মতো ধ্বনির মধ্যে তফাৎ করতে পারেন না। তবে, গবেষকরা বলছেন এই নতুন প্রযুক্তি ‘ঠোঁট নড়া’ দেখে সঠিকভাবে বলতে পারবে লোকে কখন 'পি' বা 'বি' বলছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উদ্ভাবনেও এই প্রযু্ক্তি সহায়ক হবে বলে আশা বিজ্ঞানীদের।

(সূত্র: বিবিসি)