Studypress News

জনতা ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা মোটঃ ১৮৩৪

25 Mar 2016

জনতা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তিঃ

মোট পদসংখ্যা- 1834

1. Executive Officer (EO)-Post: 834

2. Assist. Executive Officer (AEO)-Post: 464

3. Assist. Executive Officer-Teller (AEO-Teller)-Post: 536

আবেদন করা যাবেঃ

1. EO-(20 March to 10 April)

3. AEO-(27 March to 17 April)

3. AEO-Teller-(3 April to 24 April)

বিস্তারিতঃ

১। পদের নামঃ Executive Officer(EO)

  - পদসংখ্যাঃ ৮৩৪

  - আবেদন করা যাবেঃ (20 March থেকে 10 April)

 

২। পদের নামঃ Assist. Executive Officer (AEO)

  - পদসংখ্যাঃ ৪৬৪

  - আবেদন করা যাবেঃ (27 March থেকে 17 April)

 

৩। পদের নামঃ Assist. Executive Officer (AEO-Teller)

  - পদসংখ্যাঃ ৫৩৬

  - আবেদন করা যাবেঃ (3 April থেকে 24 April)

# প্রস্তুতি নিন--

আপনি মোবাইল (Android) ফোন বা কম্পিউটারের মাধ্যমে (On-line-এ) Janata, Sonali এবং অন্যান্য ব্যাংক পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন www.studypress.org ওয়েবসাইট থেকে।

# Studypress -এ (log in) করে আপনি পাচ্ছেনঃ

  - Janata, Sonali, Bangladesh Bank-সহ অন্যান্য সরকারী ও বেসরকারি ব্যাংকের-

  - বিগত সালের প্রশ্ন ও সমাধান।

  - ব্যাংক পরীক্ষায় আসে এমন প্রশ্নের বিশাল সম্ভার।

  - (Read & Practice)-এ ক্লিক করে নিচের (Subject-গুলো) আলাদা ভাবে অধ্যায়ভিত্তিক পড়ার সুবিধাঃ

  - 1. Bangla,

  - 2. English,

  - 3. Mathematics (in English)

  - 4. General Knowledge,

  - 5. Analytical Ability,

  - 6. Banking

  - 7. Computer Technology

# ব্যাংক প্রস্তুতি ছাড়াও Studypress-এ আরও পাবেনঃ

  - ১০ম থেকে ৩৬তম বিসিএস-এর সকল প্রশ্ন ও সমাধান।

  - PSC ও Govt. Job বিগত পরীক্ষাসমুহের প্রশ্ন ও সমাধান।

  - বেসরকারি শিক্ষক নিবন্ধন বিগত পরীক্ষাসমূহের প্রশ্ন ও সমাধান।

  - EMBA, IBA(MBA), BIBM ভর্তি পরীক্ষার বিগত সালের প্রশ্ন ও সমাধান।

# Studypress-এর অন্যান্য সেবাসমূহঃ-

  - BCS, BANK Job, Govt. Job, NTRCA EXAM, MBA Admission –এর জন্য-

  - প্রতিটি বিষয় আলাদাভাবে প্রস্তুতির সুবিধা।

  - আপনি MCQ আকারে পরীক্ষা দেয়ার পর ভুলসমূহ এক সাথে পাবেন (Mistake List -এ)

  - কঠিন বা বারবার পড়তে হয় এমন প্রশ্ন (Review List)-এ Add করে পড়তে পারবেন।

  - আপনার দেওয়া প্রতিটি EXAM, Quiz, Model Test -এর Answer Sheet (SAVE) থাকবে এবং সেটা (My Statistics)-এ ক্লিক করে দেখতে পারবেন যেকোন সময়।

  - প্রতিদিন কারেন্ট ওয়ার্ল্ড আপডেট

  - প্রতি দিনের চাকুরির খবর

  - পরীক্ষা ভিত্তিক নিয়মিত মডেল টেস্ট

  - ২৪/৭ সাপোর্ট

=> সুতরাং আজই (studypress.org)-এ রেজিস্ট্রেশন করে আপনার প্রস্তুতি শুরু করে দিন।

=> কারণ Studypress-ই হচ্ছে বাংলাদেশ সর্বশ্রেষ্ঠ অন-লাইন ভিত্তিক পড়ালেখার ওয়েবসাইট।

=> StudyPress Facebook Page-এ (Like) দিয়ে আমাদের নিয়মিত পোষ্ট পড়তে পারেন।

(www.facebook.com/StudyPress)

=> যারা studypress-এ রেজিস্ট্রেশন করতে পারছেন না বা যাদের পূর্বেই রেজিস্ট্রেশন করা আছে কিন্তু আপনার Password ভুলে গেছেন বা Log in করতে পারছেন না, তারাও আপনার email ID ও Mobile number আমাদেরকে send করুন।

=> studypress-এ (Log in) করার পর কোন কিছু বুঝতে অসুবিধা হলে-

  - studypress-এর Facebook page-এ (inbox) করুন। বা,

  - studypress-এর on-line (chat)-এর মাধ্যমটি ব্যবহার করুন। অথবা,

  - আমাদের সাথে কথা বলুন এই নম্বরে- 01917777021

NB: যারা studypress সাইটটি মোবাইলে (android phone -এ) ব্যবহার করবেন, তারা আপনার মোবাইলের Default Browser -এ ব্যবহার করুন। অথবা, google chrome, mozilla বা Opera -তেও ব্যবহার করতে পারবেন। এছাড়া অন্য কোন Browser ব্যবহার করলে সমস্যা হতে পারে।

Best Regards,

Studypress.org Team