Studypress News

২০১৫ সালে নোবেল শান্তি পুরস্কার পেল তিউনিসিয়ার চার সংগঠন

10 Oct 2015

২০১৫ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছে তিউনিসিয়ার চারটি সংগঠনকে( ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট)।  যারা দেশটিকে গণতন্ত্রে উত্তরণে সহায়তা করেছে।তিউনিশিয়ার গণতন্ত্রপন্থী সংগঠন ২০১১ সালের জেসমিন বিপ্লরের জন্য (গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য)।তিউনিসিয়া যখন প্রায় গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে, তখন এই চারটি সংগঠন শান্তিপূর্ণ পথে এক বিকল্প রাজনৈতিক প্রক্রিয়ার সূচনা করে ।এর ফলেই কয়েক বছরের মধ্যে তিউনিসিয়ায় একটি সাংবিধানিক ব্যবস্থা চালু করা সম্ভব হয় যেখানে সবার জন্য মনাবাধিকারের নিশ্চয়তা দেয়া হয়েছে।