Studypress News
শ্যালা নদীতে স্থায়ীভাবে নৌযান চলাচল বন্ধ
23 Mar 2016
অবশেষে সুন্দরবনের শ্যালা নদীতে স্থায়ীভাবে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে নৌ মন্ত্রণালয়। আজ বুধবার এ তথ্য জানান নৌমন্ত্রী শাজাহান খান।
গত ১৯ মার্চ সুন্দরবনের শেলা নদীতে ১ হাজার ২৩৫ টন কয়লা নিয়ে সি হর্স-১ নামে একটি কোস্টার ডুবে যায়। এর আগে ২০১৪ সালের ৯ ডিসেম্বর একই নদীতে ওটি সাউদার্ন স্টার-৭ নামে একটি তেলবাহী ট্যাংকার ডুবে যায়। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবনের জীববৈচিত্র্য।