Studypress News
বিদ্যুৎ ও ব্যান্ডউইথ বিনিময় শুরু
23 Mar 2016

ভারতের ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হলো বাংলাদেশের জাতীয় গ্রিডে। আর বাংলাদেশ থেকে ১০ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ পেল ভারত।
আজ (বুধবার)বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রিপুরা-কুমিল্লা আন্তঃদেশীয় গ্রিড এবং ব্যান্ডউইথ রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন। বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সঞ্চালন শুরু হয় ভারত-বাংলাদেশ ৪০০ কিলো ভোল্ট লাইনের মধ্য দিয়ে। ত্রিপুরার পালটানা বিদ্যুৎকেন্দ্র থেকে কুমিল্লার আন্তঃদেশীয় গ্রিড হয়ে ওই লাইন দিয়েই বাংলাদেশে আসছে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ। প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়ছে প্রায় সাড়ে ছয় টাকা। প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য দুই দেশের মধ্যে এ বিষয়ে চুক্তি হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) মাধ্যমে প্রাথমিকভাবে ১০ গিগাবাইট পার সেকেন্ড ব্যান্ডউইথ পাবে ভারতের ত্রিপুরা। পরে চাহিদা অনুযায়ী ব্যান্ডউইথের পরিমাণ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। ব্যান্ডউইথ রপ্তানি থেকে বাংলাদেশ বছরে ৯.৬ কোটি টাকা আয় করবে বলে আশা করা হচ্ছে।
Important News

Highlight of the week
