Studypress News
গভর্নরের দায়িত্ব নিলেন ফজলে কবির
21 Mar 2016
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে যোগ দিয়েছেন ফজলে কবির। গতকাল (রোববার) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশ ব্যাংকের একাদশ গভর্নর তিনি।
গতকাল সকালে সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে তিনি পদত্যাগ করেন। ফজলে কবির ১৯৮০ সালের অক্টোবরে বাংলাদেশ সিভিল সার্ভিসের রেলওয়ে (পরিবহন এবং বাণিজ্যিক) ক্যাডারে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯৮৩ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। ৩৪ বছরের পেশাজীবনে তিনি কিশোরগঞ্জের জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব, জাতীয় পরিকল্পনা এবং উন্নয়ন একাডেমি, বিসিএস প্রশাসন একাডেমিতে মহাপরিচালক হিসেবে কাজ করেন। ২০০৮ সালে তিনি জাতিসংঘের ফিন্যান্স এবং বাজেট কমিটি সেশনে বাংলাদেশ ডেলিগেশনের নেতৃত্ব দেন।