Studypress News

সার্কের ১৯তম শীর্ষ সম্মেলন হবে পাকিস্তানে

18 Mar 2016

আগামী ৯ ও ১০ নভেম্বর সার্কের ১৯তম শীর্ষ সম্মেলনের সময় ঠিক করা হয়েছে। সম্মেলনের ভেন্যু পাকিস্তান। সার্ক মন্ত্রীদের কাউন্সিলের ৩৭তম বৈঠকে  পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে শীর্ষ সম্মেলনের সময় নির্ধারণ করা হয়।

মন্ত্রীদের কাউন্সিল থেকে ভবিষ্যতে দুই বছর পর পর নভেম্বর মাসে সার্কের শীর্ষ সম্মেলন করার জন্য সুপারিশ করা হয়। ১৯৮৫ সালে যাত্রা শুরু করে দক্ষিণ এশিয়ার সাত দেশ বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতার ফোরাম সার্ক। আফগানিস্তান পরে এই সংস্থার সদস্যপদ পায়।