Studypress News

কমনওয়েলথ যুব পুরস্কার পেলেন নাজবিন

18 Mar 2016

কমনওয়েলথ যুব পুরস্কার গ্রহণ করলেন ময়মনসিংহের মেয়ে সওগাত নাজবিন খান। গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) কমনওয়েলথ দিবসে লন্ডনে সংস্থাটির প্রধান কার্যালয়ে পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয় নাজবিনসহ চারজনের হাতে ।

কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের মাত্র চারজন জিতেছেন ‘কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস ২০১৬ ’। ‘কমনওয়েলথ এশিয়া ইয়াং পারসন অব দ্য ইয়ার ২০১৬’ হয়েছেন নাজবিন।

মানবসেবার ব্রত নিয়ে যারা নিজ নিজ সমাজ ও রাষ্ট্রের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রেখে চলেছেন, তাঁদের স্বীকৃতি দিতেই এই পুরস্কার। ৩০ বছরের কম বয়সীদের দেয়া হয় এই পুরস্কার। ময়মনসিংহের তারাকান্দি উপজেলায় নাজবিনের বাড়ি। ২০১৪ সালের ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোহালকান্দি গ্রামে, “এইচ এ ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজ” নামে একটি প্রতিষ্ঠান দিয়ে দরিদ্র ছেলেমেয়েদের জন্য আধুনিক প্রযুক্তিতে শিক্ষা দেওয়ার কাজ করছেন তিনি। সেখানে প্রথম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা দান করা হয়। নাজবিন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে ভারতে পরিবেশবান্ধব জ্বালানির বিষয়ে পড়াশোনা করেন।

(ছবি: প্রথম আলো)