Studypress News
রেকর্ড গড়েও বাংলাদেশ নারী দলের হার
18 Mar 2016
টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েও হার এড়াতে পারেনি বাংলাদেশ নারী দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ৩৬ রানে হেরে গেছে টাইগ্রেসরা। এটি বাংলাদেশ নারী দলের টানা দ্বিতীয় পরাজয়।
ইংল্যান্ডের কাছে হারের ম্যাচটিতে বাংলাদেশের বড় প্রাপ্তি সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। ১১৭ রানই এখন টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। প্রথমে ব্যাট করতে নেমে ১৫৩ করেছিল ইংল্যান্ড। বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ নারী দল। তবে, পঞ্চম উইকেটে ৬৪ রানের জুটি গড়েন নিগার সুলতানা ও সালমা খাতুন। ২৮ বলে ৩৫ রান করেন নিগার। ৩০ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন সালমা।
(ছবি: আইসিসি)