Studypress News
বিশ্বের সবচেয়ে সুখী দেশ ডেনমার্ক, সবচেয়ে অসুখী বুরুন্ডি
17 Mar 2016
বিশ্বের সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয়েছে ডেনমার্ক, আর সবচেয়ে অসুখী দেশ বুরুন্ডি। ১৫৬ টি দেশের মধ্যে ১১০ নম্বরে রয়েছে বাংলাদেশ। দশের মধ্যে বাংলাদেশ পেয়েছে ৪.৬৪৩ পয়েন্ট।
বাংলাদেশের পরে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, মিশরের মতো দেশ। ডেনমার্কের পরে শীর্ষ পাঁচটি দেশের মধ্যে রয়েছে সুইজারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে এবং ফিনল্যান্ড। সুখী দেশ বাছাইয়ের এই তালিকায় যুক্তরাষ্ট্র রয়েছে ১৩ নম্বরে আর ব্রিটেনের অবস্থান ২৩ নম্বরে। চীনের অবস্থান ৮৩ আর ভারত রয়েছে ১১৮তম স্থানে।
জরিপটি চালানো হয় জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশন নেটওয়ার্কের (এসডিএসএন) আওতায়। জরিপ অনুযায়ী, সেই সব দেশের মানুষই বেশি আনন্দে থাকে যেসব দেশে বৈষম্য বা ভেদাভেদ কম।
জরিপটি তিনবছর ধরে ১৫৬টি দেশে চালানো হয়। প্রতিটি দেশের ১ হাজার নাগরিকের কাছে প্রতিবছর তাদের জীবন সম্পর্কে জানতে চাওয়া হয়। বিবেচনায় রাখা হয়েছে মোট দেশজ উৎপাদন, সামাজিক সহায়তার ব্যবস্থা, স্বাস্থ্যকর জীবনযাপন, ব্যক্তিগত স্বাধীনতা, দাতব্য সেবা এবং দুর্নীতিহীনতা।