Studypress News
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের ডাবল
16 Mar 2016
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৫০ উইকেট নেওয়ার পাশাপাশি ১ হাজার রান করার কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে দারুণ এই ডাবল আছে কেবল শাহিদ আফ্রিদির।
‘ডাবল’ স্পর্শ করতে ৬৯ ম্যাচ লেগেছিল আফ্রিদির; সাকিবের লাগল ৫১ ম্যাচ। ১ হাজার রান হতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে মাত্র ৪ রান প্রয়োজন ছিল সাকিবের। বুধবার ইডেন গার্ডেনে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার স্পর্শ করেন ১ হাজার রান। টি-টোয়েন্টিতে তার উইকেট ৬১ টি। ৯৫ ম্যাচে আফ্রিদির রান ১ হাজার ৩৬৪, উইকেট ৯৫টি।
(ছবি: ক্রিকইনফো)