Studypress News
সৌদি আরবের নতুন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদ
24 Jan 2015
বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ ইন্তেকাল করার পর সৌদি আরবের নতুন বাদশাহ হিসেবে শুক্রবার শপথ নিয়েছেন সালমান বিন আবদুল আজিজ আল সউদ। নতুন বাদশাহর পুরো নাম সালমান বিন আবদুল আজিজ বিন আবদুল রহমান বিন ফয়সাল বিন তুর্কি বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন সউদ। ১৯৩৫ সালের ৩১ ডিসেম্বর রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করেন। বর্তমান বয়স ৭৯।
সালমান সউদ বংশের প্রতিষ্ঠাতা ইবনে সউদের ২৫তম বংশধর। তার মায়ের নাম হাসসা আল সউদিরি। রিয়াদে মুরাব্বা রাজপ্রাসাদে তিনি বড় হন। ইবনে সউদ তার সন্তানদের শিক্ষার জন্য রিয়াদে যে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, সেই প্রিন্স স্কুলেই লেখাপড়া করেন সালমান। এ ছাড়া ধর্ম ও আধুনিক বিজ্ঞান সম্পর্কে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন।