Studypress News
পাকিস্তানের কাছে বাংলাদেশের হার
16 Mar 2016
হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্ব শুরু করেছে বাংলাদেশ। পাকিস্তান ম্যাচ জিতেছে ৫৫ রানে।
কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরু থেকেই টাইগার বোলারদের ওপর আধিপত্য বিস্তার করেন শারজিল খান ও আহমেদ শেহজাদ। ১০ বলে ১৮ রান করে আউট হন শারজিল। দ্বিতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়েন মোহাম্মদ হাফিজ ও আহমেদ শেহজাদ। ৫২ রান করে সাব্বির রহমানের বলে আউট হন শেহজাদ। এরপর আফ্রিদির বিধ্বংসী ইনিংস। মাত্র ১৯ বলে ৪৯ রান করেন তিনি। বাংলাদেশকে ২০২ রানের টার্গেট দেয় পাকিস্তান। ৬৪ রান আসে হাফিজের ব্যাট থেকে। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি।
জবাব দিতে নেমে শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। চাপটা আর কমাতে পারেনি টাইগাররা। একে একে ফিরে যান তামিম ইকবাল (২৪), সাব্বির রহমান (২৫) ও মাহমুদুল্লাহ রিয়াদ (৪)। সাকিব আল হাসানের অপরাজিত ৫০ রানের ইনিংস পরাজয়ের ব্যবধানটাই কেবল কমিয়েছে। ১৪৬ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। টাইগারদের পরবর্তী ম্যাচ ২১ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে। ম্যাচসেরা হন শাহিদ আফ্রিদি।
(ছবি: এপি)