Studypress News
৪ বছরের জন্য গভর্নর পদে ফজলে কবির
16 Mar 2016
ফজলে কবিরকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে সরকার। বাংলাদেশ ব্যাংকের একাদশ গভর্নর হিসেবে দায়িত্ব নেবেন সাবেক অর্থ সচিব ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবির।
রিজার্ভ চুরির পর চাপের মুখে গতকাল (মঙ্গলবার) গভর্নরের পদ ছাড়েন আতিউর রহমান। অন্য সব প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ফজলে কবির যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করবেন। আতিউর রহমানও ২০০৯ সালে চার বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন। তবে পরে তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানো হয়েছিল।
ফজলে কবির ১৯৫৫ সালের ৪ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। ২০১২ সালে অর্থ সচিবের দায়িত্বে আসার আগে তিনি জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
........................................................................
বাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকা:
১. এ.এন.এম হামিদুল্লাহ্ (১৮ জানুয়ারি ১৯৭২-১৮ নভেম্বর ১৯৭৪)
২. এ.কে. নজিরউদ্দীন আহমেদ (১৯ নভেম্বর ১৯৭৪-১৩ জুলাই ১৯৭৬)
৩. মো: নুরুল ইসলাম (১৩ জুলাই ১৯৭৬-১২ এপ্রিল ১৯৮৭)
৪. সেগুফতা বখত চৌধুরী (১২ এপ্রিল ১৯৮৭-১৯ ডিসেম্বর ১৯৯২)
৫. মো: খোরশেদ আলম (২০ ডিসেম্বর ১৯৯২-২১ নভেম্বর ১৯৯৬)
৬. মো: লুৎফর রহমান সরকার (২১ নভেম্বর ১৯৯৬-২১ নভেম্বর ১৯৯৮)
৭. ড. মোহাম্মদ ফরাসউদ্দিন (২৪ নভেম্বর ১৯৯৮-২২ নভেম্বর ২০০১)
৮. ড. ফখরুদ্দীন আহমদ (২৯ নভেম্বর ২০০১-৩০ এপ্রিল ২০০৫)
৯. ড. সালেহউদ্দিন আহমদ (১ মে ২০০৫-৩০ এপ্রিল ২০০৯)
১০. ড. আতিউর রহমান (১ মে ২০০৯-১৫ মার্চ ২০১৬)
১১. ফজলে কবির