Studypress News
পরিবেশ দূষণ বিশ্বের এক-চতুর্থাংশ মৃত্যুর জন্য দায়ী: WHO
16 Mar 2016
বিশ্বে প্রতি চারটি মৃত্যুর অন্তত একটির কারণ পরিবেশ দূষণ। বায়ু, পানি বা মাটি দূষণের পাশাপাশি অনিরাপদ সড়ক এবং কর্মক্ষেত্রের চাপও এর জন্য দায়ী। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ।
সংস্থাটি জানায়, অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ২০১২ সালে এক কোটি ২৬ লাখ মানুষ মারা যায়। এটি ওই বছরে মোট মারা যাওয়া মানুষের ২৩ শতাংশ। কাজের ক্ষেত্র এবং বসবাসের অস্বাস্থ্যকর পরিবেশ এসব মৃত্যুর কারণ। ডাব্লিউএইচওর প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হয় দূষণ, রাসায়নিক বিক্রিয়া, জলবায়ু পরিবর্তন এবং অতিবেগুনি রশ্মির মতো পরিবেশগত ঝুঁকির সম্পর্ক। জরিপে বলা হয়, ওই বছর বায়ুদূষণের কারণে অন্তত ৮২ লাখ লোকের মৃত্যু হয়েছে। পরোক্ষ ধূমপানের বিষয়টিও এর মধ্যে রয়েছে। পরোক্ষ ধূমপানের কারণে মানুষ হৃদরোগ, ক্যান্সার ও ক্রনিক শ্বাসকষ্টের মতো অসুখে আক্রান্ত হয়। প্রতিবেদনে বলা হয়, পরিবেশগত কারণে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ এশিয়ায়। ২০১২ সালে ৩৮ লাখ লোক পরিবেশগত কারণে মারা যায়।