Studypress News

হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশ নারী দলের

15 Mar 2016

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৭২ রানে হেরেছে বাংলাদেশ। ১৬৪ রানের টার্গেটে ৯১ রান করে টাইগ্রেসরা।

ব্যাঙ্গালোরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৬৩ রানের বড় সংগ্রহ গড়ে স্বাগতিক ভারত। সর্বোচ্চ ৪২ রান করেন মিতালি রাজ। ৪০ রান আসে হারমানপ্রীত কৌরের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ।

জবাবে ৫ উইকেটে ৯১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ২৭ রানে অপরাজিত থাকেন নিগার সুলতানা। বি গ্রুপে বাংলাদেশ নারী দলের অন্য তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৭ মার্চ ইংল্যান্ড নারী দলের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

******************************************

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া নারী দল (৩ বারের চ্যাম্পিয়ন)।

২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর। শিরোপা জিতেছিল ইংল্যান্ড।

২০১৪ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ নারী দল। আসরটির আয়োজক ছিল বাংলাদেশ।  

(ছবি: আইসিসি)