Studypress News
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন ফজলে কবির
15 Mar 2016
বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন সাবেক অর্থসচিব ফজলে কবির। তিনি বর্তমানে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান।
ফজলে কবিরকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হচ্ছে বলে সচিবালয়ে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। ১৮ মার্চ তাঁর দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফেরার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে তাঁকে এ পদে নিয়োগ দেয়া হবে। মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ডলার লোপাট হবার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার মাঝে আজ (মঙ্গলবার) গভর্নরের পদ ছেড়ে দেন আতিউর রহমান।