Studypress News

৫৩ বছর পর মিয়ানমারে প্রথম বেসামরিক প্রেসিডেন্ট

15 Mar 2016

মিয়ানমারের  নতুন প্রেসিডেন্ট হিসেবে থিন কিয়াওকে নির্বাচন করেছেন দেশটির আইনপ্রণেতারা। ৫০ বছরেরও বেশি সময় সেনা শাসনের অধীনে থাকা মিয়ানমার প্রথমবারের মতো বেসামরিক প্রেসিডেন্ট পেতে যাচ্ছে।

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দীর্ঘদিনের বন্ধু থিন কিয়াও। দেশটির আইনপ্রণেতারা পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তাঁকে এ পদে নির্বাচিত করেছেন। মঙ্গলবার মিয়ানমারের পার্লামেন্টে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে আইনপ্রণেতারা তিনজন প্রার্থীর মধ্য থেকে থিন কিয়াওকে বেছে নেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার বিষয়টিকে সু চির বিজয় বলেই অভিহিত করেন থিন কিয়াও। মিয়ানমারের সংবিধানের ধারা অনুযায়ী, স্বামী-সন্তান বিদেশি নাগরিক হওয়ায় প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার অযোগ্য ছিলেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান সু চি ।

(ছবি: দ্য গার্ডিয়ান)