Studypress News
বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা সিবিট-২০১৬
15 Mar 2016
জার্মানির হ্যানোভার শহরে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা সিবিট-২০১৬। ডিজিটাল অর্থনীতির সংক্ষিপ্ত রূপ ‘ডিকোনমি’ শব্দটিকে মেলার মূল বিষয় ধরা হয়েছে ।
অর্থনৈতিক কর্মকাণ্ড ও কাঠামোকে ডিজিটাল করে কীভাবে আরও সহজ ও বাস্তবসম্মত করা যেতে পারে, সেসবের উপস্থাপনা দেখা যাবে মেলায়। পাঁচ দিনের এ মেলা শুরু হয়েছে গতকাল সোমবার (১৪ মার্চ)। শেষ হবে ১৮ মার্চ। এবারের মেলায় বাংলাদেশ থেকে মোট নয়টি তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ডিকোনমি শিরোনামে উদ্যোক্তারা তাঁদের সর্বশেষ প্রযুক্তি ডিকোনমি শিল্প, ডিকোনমি মোটর ব্যবসা, ডিকোনমি লেনদেন ও ডিকোনমি লজিস্টিকের প্রদর্শন দেখাচ্ছেন।