Studypress News
নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট
26 Jan 2015

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে মার্শিয়া ব্লুম বার্নিকাট ২৫ই জানুয়ারি রোববার ঢাকায় এসেছেন। ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৫তম রাষ্ট্রদূত হিসেবে তিনি ড্যান মজীনার স্থলাভিষিক্ত হবেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি সরাসরি গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় চলে যান। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়ার পর বার্নিকাট আনুষ্ঠানিকভাবে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শুরু করবেন। এর আগে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মার্শিয়া বার্নিকাট ৬ জানুয়ারি ওয়াশিংটনে শপথ নিয়েছেন। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঢাকায় এলেন তিনি।
২০১৪ এর ২২ মে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৫তম রাষ্ট্রদূত হিসেবে মার্শিয়া বার্নিকাটকে মনোনীত করেন। মার্কিন সিনেটর অনুমোদন পাওয়ার পর ১৭ নভেম্বর বারাক ওবামা তাঁর মনোনয়ন চূড়ান্ত করেন।
নিয়োগ চূড়ান্ত হওয়ার পর মার্শিয়া বার্নিকাট তাঁর টুইট অ্যাকাউন্টে বলেন, ‘আমি ঢাকায় মার্কিন দূতাবাসের সহকর্মীদের সঙ্গে যোগ দিয়ে তাঁদের কাছ থেকে বাংলাদেশের জনগণ, সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার অপেক্ষায় আছি।’
Important News

Highlight of the week
