Studypress News

তামিম ইকবালের সেঞ্চুরি, সুপার টেনে বাংলাদেশ

14 Mar 2016

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। তামিমের এই দুরন্ত ব্যাটিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে ওমানকে ডাকওয়ার্থ লুইস মেথডে ৫৪ রানে হারিয়েছে বাংলাদেশ। আর এ জয়ের ফলে গ্রুপ এ থেকে সুপার টেন নিশ্চিত করেছে টাইগাররা। সুপার টেনে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।

ধর্মশালায় টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ওমান। রান তুলতে ধুঁকতে হয়েছে সৌম্য সরকারকে। তবের ফর্মের চূড়ায় থাকা তামিম ইকবালের কাছে পাত্তাই পাননি ওমানের বোলাররা। দ্বিতীয় উইকেটে সাব্বির রহমানকে নিয়ে তামিম যোগ করেন ৯৭ রান। ২৬ বলে ৪৪ রান করে সাব্বির আউট হয়ে গেলেও প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পূরণ করেন তামিম। ৬০ বলে শতক পূর্ণ করেন তিনি। যাতে ছিল ১০টি চার ও ৫টি ছয়ের মার। শেষ পর্যন্ত ১০৩ রানে অপরাজিত থাকেন তামিম। দুরন্ত এই ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশী হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলকে পৌঁছেন তিনি। ওমানকে ১৮১ রানের টার্গেট দেয় বাংলাদেশ। ৯ বলে ১৭* রান করেন সাকিব।

ওমানের ইনিংসে হানা দেয় বৃষ্টি। ডি/এল মেথডে ১২ ওভারে ১২০ রানের টার্গেট দেয়া হয় তাদের। ৯ উইকেটে ৬৫ রানের বেশি তুলতে পারেনি ওমান। ১৫ রান খরচায় ৪ উইকেট নেন সাকিব।  ম্যাচসেরা হয়েছেন তামিম।

 

(ছবি: এপি)