Studypress News
মিস ইউনিভার্স কলম্বিয়ার সুন্দরী পলিনা ভেগা
20 Jan 2015

২০১৪ সালের বিশ্ব সেরা সুন্দরীর মুকুট জিতেছেন কলম্বিয়ার সেরা সুন্দরী পলিনা ভেগা। মিস ইউনিভার্স মুকুটটি পেলেন এ সুন্দরী।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ৮৮টিরও বেশি দেশের সুন্দরীকে হারিয়ে এ খেতাব জিতেছেন ২২ বছর বয়সী মডেল ও বাণিজ্য বিভাগের ছাত্রী পলিনা।
গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ২০১৪ সালের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। সেখানে পলিনার মাথায় পরিয়ে দেওয়া হয় মিস ইউনিভার্স মুকুট।
Important News

Highlight of the week
