Studypress News
বিশ্বসেরা সংগীতপ্রযোজক ‘জর্জ মার্টিন’ আর নেই
09 Mar 2016
বিশ্বজুড়ে ‘ফিফ্থ বিটলস’ নামে পরিচিত সংগীত প্রযোজক জর্জ মার্টিন (৯০) আর নেই। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে মঙ্গলবার জর্জ মার্টিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর পরিবার।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সেরা সংগীত প্রযোজক হিসেবে উঠেছে নাইট উপাধিপ্রাপ্ত জর্জ মার্টিনের নাম। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সর্বকালের সেরা ৫০টি রেকর্ডের এক নম্বর রেকর্ডটি তাঁর দখলে। জর্জ বিশ্বকে উপহার দিয়েছেন ‘বিটলস’-এর মতো বিখ্যাত একটি ব্যান্ডদল। প্রযোজনা করেছিলেন দলটির প্রায় সবগুলো অ্যালবাম।
(ছবি: বিবিসি)