Studypress News

অস্ত্র আমদানির শীর্ষে ভারত

09 Mar 2016

বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ ভারত। ২০১১-১৫ পর্যন্ত বিশ্বের ১৪ শতাংশ অস্ত্র আমদানি করেছে ভারত। দ্বিতীয় স্থানে সৌদি আরব ও তৃতীয় স্থানে চীন। সম্প্রতি সুইডেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট (সিপ্রি) এ কথা জানিয়েছে।

**************************************************************

শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ

দেশ                 ২০১১-১৫

ভারত                ১৪%

সৌদি আরব         ৭.০%

চীন                    ৪.৭%

আরব আমিরাত     ৪.৬%

অস্ট্রেলিয়া            ৩.৬%

তুরস্ক                  ৩.৪%

পাকিস্তান             ৩.৩%

ভিয়েতনাম          ২.৯%

যুক্তরাষ্ট্র               ২.৯%

দক্ষিণ কোরিয়া      ২.৬%

**************************************************************

শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর চীনের অবস্থান। চীনের প্রধান তিন অস্ত্র আমদানিকারক দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে দ্বিতীয় স্থানে। আর প্রথম ও তৃতীয় দেশের তালিকায় আছে যথাক্রমে পাকিস্তান ও মিয়ানমার।

শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ

দেশ                  ২০১১-১৫  

যুক্তরাষ্ট্র               ৩৩%

রাশিয়া                ২৫%

চীন                   ৫.৯%

ফ্রান্স                 ৫.৬%

জার্মানি               ৪.৭%

যুক্তরাজ্য             ৪.৫%

স্পেন                 ৩.৫%

ইতালি               ২.৭%

ইউক্রেন             ২.৬%

নেদারল্যান্ডস       ২.০%

(ছবি: বিবিসি)