Studypress News
৪১ মাসের মধ্যে মূল্যস্ফীতি সর্বনিম্ন
08 Mar 2016

সার্বিক মূল্যস্ফীতি এখন ছয় শতাংশেরও কম। ফেব্রুয়ারিতে মাসওয়ারি ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি ৫ দশমিক ৬২ শতাংশ হয়েছে। গত জানুয়ারি মাসে এর পরিমাণ ছিল ৬ দশমিক ০৭ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ মূল্যস্ফীতি ও জাতীয় মজুরি সূচক হিসাবে এ তথ্য জানা গেছে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, বিগত ৪১ মাসের মধ্যে এটা সর্বনিম্ন মূল্যস্ফীতি। এর আগে ২০১২ সালের সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৪ দশমিক ৯৬ শতাংশ হয়েছিল। তবে, এরপর কোনো মাসে ৫ দশমিক ৬২ শতাংশের নিচে মূল্যস্ফীতি হয়নি। বিবিএস সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৩ দশমিক ৭৭ শতাংশ। আর খাদ্যবহির্ভূত খাতে এ হার ৮ দশমিক ৪৬ শতাংশ।
মূল্যস্ফীতি কি?
শাব্দিক বিচারে স্ফীতি অর্থ প্রসারণ এবং মূল্যস্ফীতি অর্থ মূল্যের প্রসারণ বা বৃদ্ধি ।মূল্যস্ফীতির হার হল একটি অর্থনীতিতে এক বছর সময়ের ব্যাবধানে নিত্য প্রয়োজনীয় কয়েকটি তালিকাবদ্ধ পণ্যমুল্য ও সেবামূল্যের শতকরা বৃদ্ধির হার। মূদ্রাস্ফীতি বাড়লে প্রতি টাকায় মানুষ যতটুকু দ্রব্য বা সেবা পেত তা পূর্বের চেয়ে কমে যায়।
Important News

Highlight of the week
