Studypress News
চলে গেলেন ন্যান্সি রিগ্যান
07 Mar 2016

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ন্যান্সি রিগ্যান আর নেই। গতকাল রোববার ৯৪ বছর বয়সে লস অ্যাঞ্জেলসে মারা যান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের স্ত্রী ন্যান্সি।
২০০৪ সালে মারা যান রোনাল্ড রিগ্যান। সাবেক এই ফার্স্ট লেডির মুখপাত্র জানান, ন্যান্সি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ক্যালিফোর্নিয়ার সিমি উপত্যকায় স্বামী রোনাল্ড রিগ্যানের পাশে তাঁকে সমাহিত করা হবে। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আমেরিকার ফার্স্ট লেডি ছিলেন তিনি। তাকে মার্কিন ইতিহাসে অন্যতম প্রভাবশালী ফার্স্ট লেডি হিসেবে বিবেচনা করা হয়। ন্যান্সি রিগানের মাদক বিরোধী প্রচারাভিযানও বেশ আলোচিত ছিল।
Important News

Highlight of the week
