Studypress News
রপ্তানি আয়ে আট মাসে ৯ শতাংশ প্রবৃদ্ধি
07 Mar 2016
পাঁচ মাস ধরে দেশের পণ্য রপ্তানি আয়ে ১০ শতাংশের ওপরে প্রবৃদ্ধি হচ্ছে। সর্বোচ্চ ২১ শতাংশ প্রবৃদ্ধি হয় অক্টোবরে। সর্বশেষ ফেব্রুয়ারি মাসে ২৮৫ কোটি ডলারের বিপরীতে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৬০ শতাংশ।
সব মিলিয়ে চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম আট মাস অর্থাৎ জুলাই-ফেব্রুয়ারি সময়ে ২ হাজার ২১২ কোটি ৩৭ লাখ ডলারের রপ্তানি আয় হয়েছে। গত ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ের ২ হাজার ৩১ কোটি ১৭ লাখ ডলার আয় হয়েছিল। গতবারের চেয়ে যা ৮ দশমিক ৯২ শতাংশ বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল রোববার রপ্তানি আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে।
বরাবরের মতো মোট রপ্তানি আয়ের সর্বোচ্চ ৮১ দশমিক ৯৩ শতাংশ তৈরি পোশাক খাত থেকে এসেছে।
দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয় চামড়া ও চামড়াজাত পণ্য থেকে হয়েছে ৭৫ কোটি ২৭ লাখ ডলার।
তবে টানা আট মাস ধরে ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও হিমায়িত খাদ্যে।
চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে তৈরি পোশাক খাত থেকে ১ হাজার ৮১২ কোটি ৭৬ লাখ ডলার আয় হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ে অর্জিত ১ হাজার ৬৫৫ কোটি ডলারের চেয়ে ৯ দশমিক ৪৭ শতাংশ বেশি।
চলতি অর্থবছর সরকার ৩ হাজার ৩৫০ কোটি ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এটি অর্জন করতে হলে আগামী চার মাসে ১ হাজার ১৩৮ কোটি ডলারের পণ্য রপ্তানি করতে হবে। তার মানে প্রতি মাসে গড়ে আয় করতে হবে ২৮৪ কোটি ডলার। গত আট মাসের মধ্যে তিন মাসে এর চেয়ে বেশি পণ্য রপ্তানি আয় হয়েছে। ফলে গেল অর্থবছরের মতো লক্ষ্য অর্জনে ব্যর্থতার ঘটনা এবার ঘটার সম্ভাবনা কম। গত অর্থবছর আয় হয়েছিল ৩ হাজার ১২০ কোটি ডলার।