Studypress News

রাজাপাকসের বিদায়: শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট সিরিসেনা

05 Jan 2015

শ্রীলংকার নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে হেরে গেছেন। তিনি পরাজয় মেনে নিয়েছেন। নির্বাচনে বিজয়ী হয়েছেন বিরোধী জোটের প্রার্থী এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাইথ্রিপালা সিরিসেনা। 
প্রায় এক দশকেরও বেশি সময় শ্রীলংকার প্রেসিডেন্ট ছিলেন রাজাপাকসে। তার আমলেই প্রায় তিন দশক ধরে চলা তামিল বিছিন্নতাবাদী সংগঠন এলটিটিইর বিদ্রোহ দমন করা সম্ভব হয়। নিহত হন এলটিটিই সুপ্রিমো প্রভাকরণ। যদিও এই বিদ্রোহ দমনের সময়ে যুদ্ধাপরাধের নানা অভিযোগ রাজাপাকসের সরকারের বিরুদ্ধে উঠেছে। উঠেছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এই বিষয়ে সরব হয়েছে। তবুও তাকে আসন থেকে সরানো যায়নি। এবার তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট থাকার জন্য নির্দিষ্ট সময়ের প্রায় দুই বছর আগেই নির্বাচনের ডাক দেন রাজাপাকসে। বৃহস্পতিবার সেই নির্বাচন হয়।

শুক্রবার ছিল নির্বাচনের ফল প্রকাশের দিন। প্রায় চার লক্ষ ভোটে জিতেছেন সিরিসেনা। ফলাফল প্রকাশ্যে আসা শুরুর হতে প্রধান বিরোধী নেতা রনিল বিক্রমাসিংহকে ফোন করে এই ফল মেনে নেয়ার কথা জানান রাজাপাকসে। ভোটের ফল পরিষ্কার হওয়ার পরই প্রেসিডেন্টের বাসভবন ছেড়ে চলে যান রাজাপাকসে।