Studypress News

ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন শুরু রোববার

04 Mar 2016

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন আইন, ২০০৫ অনুসারে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে হলে প্রাতিষ্ঠানিক সনদের পাশাপাশি শিক্ষক নিবন্ধন সনদও থাকতে হবে। দেশে এখন এমপিওভুক্ত নিম্নমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় ১৬ হাজার ১০৯টি, কলেজ ২ হাজার ৩৬৩টি এবং মাদ্রাসা আছে ৭ হাজার ৫৯৮টি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক হতে চাইলে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে।

 


 বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সম্প্রতি ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে  ৬ মার্চ বেলা ৩টা থেকে। আবেদন করা যাবে আগামী ৩ এপ্রিল সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

 

আগে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুটি ধাপে হলেও এবার হবে তিনটি ধাপে।

প্রথম ধাপে প্রিলিমিনারি টেস্ট, দ্বিতীয় ধাপে লিখিত এবং তৃতীয় ধাপে হবে মৌখিক পরীক্ষা।

 

তিনটি পর্যায়ে পরীক্ষা হবে: (১) স্কুল পর্যায় (সহকারী শিক্ষক),

              (২)স্কুল পর্যায়-২ (ট্রেড ইনস্ট্রাক্টর, জুনিয়র মৌলভি, জুনিয়র শিক্ষকওইবতেদায়িকারী)

              (৩)কলেজ (প্রভাষক) পর্যায়।

প্রিলিমিনারি টেস্ট:

 # স্কুল ও স্কুল পর্যায়-২-এর প্রার্থীদের প্রিলিমিনারি টেস্ট হবে আগামী ৬ মে।

# কলেজ পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট হবে ৭ মে।

লিখিত পরীক্ষা:

 # স্কুল ও স্কুল পর্যায়-২ প্রার্থীদের ১২ আগস্ট।

# কলেজ পর্যায় প্রার্থীদের ১৩ আগস্ট।

মৌখিক পরীক্ষা:

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে।

আবেদনের যোগ্যতা:

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সমগ্র শিক্ষাজীবনে যেকোনো একটি তৃতীয় বিভাগ বা সমমান জিপিএর ফলাফল গ্রহণযোগ্য হবে।

সদ্য উত্তীর্ণ প্রার্থীরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র, টেবুলেশন শিট বা নম্বরপত্র ও প্রবেশপত্র মৌখিক পরীক্ষায় প্রদর্শনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
আবেদন প্রক্রিয়া:

শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আবেদন করতে হবে অনলাইনে; (http://ntrca.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে।


পরীক্ষা পদ্ধতি:

প্রিলিমিনারি টেস্ট:

# প্রার্থীদের প্রথমে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণ করতে হবে। চারটি বিষয় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান- এই বিষয়গুলো থেকে ২৫টি করে মোট ১০০টি প্রশ্ন থাকবে।

লিখিত পরীক্ষা:

প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় পাস নম্বর থাকবে ৪০।

মৌখিক পরীক্ষা:

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এনটিআরসি কর্তৃক প্রদত্ত তারিখে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে উত্তীর্ণ প্রার্থীর সনদ অনলাইন আবেদনপত্রে উল্লেখিত তাঁর স্থায়ী ঠিকানার জেলা শিক্ষা অফিসে প্রেরণ করা হবে। এই সনদ দিয়ে যেকোনো বেসরকারি স্কুল-কলেজ বা মাদ্রাসায় আবেদন করা যাবে।