Studypress News
উত্তর কোরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ: জাতিসংঘ
03 Mar 2016
জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল উত্তর কোরিয়ার বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে নতুন অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে । গত মাসে সফলভাবে চতুর্থ পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া এবং এর পরে সফল ভাবে মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে। এর পরিপ্রেক্ষিতেই এই অবরোধ আরোপ করা হল।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই ঘটনাকে বড় ধরণের নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে। উত্তর কোরিয়ার এই উদ্যোগের সমালোচনা করেছে চীনও। অবরোধের ফলে উত্তর কোরিয়াতে যাওয়া ও আসার সব কার্গো কঠোর ভাবে নজরদারি করা হবে। এছাড়া দেশটির ১৬ জন ব্যক্তি ও ১৮ টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
(ছবি: এএফপি)