Studypress News

বিল গেটস এবারও শীর্ষ ধনী ব্যাক্তি

02 Mar 2016

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির তালিকায় আবার শীর্ষে এসেছে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের নাম। এই নিয়ে তৃতীয়বারের মত তিনি শীর্ষস্থানে অবস্থান করছেন ফোর্বস সাময়িকী প্রকাশিত বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায়।

বিল গেটস এর মোট সম্পদের পরিমাণ = ৭৫ বিলিয়ন, মানে ৭ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার।

তালিকা সম্পর্কে কিছু তথ্যঃ

  • তালিকায় পুরোনোদের মধ্যে ২২১ জন তালিকা থেকে সরে গেছেন।
  • নতুনভাবে তালিকায় যুক্ত হয়েছেন ১৯৮ জন।
  • ২০১৫ সালের তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে ২৯ জন মারা গেছেন।
  • ২৯ জন তালিকার বাইরে গিয়ে ফিরে এসেছেন।
  • তালিকায় থাকা ৮৯২ জনের মোট সম্পদের পরিমাণ কমেছে
  • ৫০১ জন তাঁদের সম্পদ বাড়িয়েছেন।

 

২০০৯ সালের পর প্রথমবারের মতো ১০ জনের বেশি এই তালিকা থেকে বের হয়ে যাওয়ার ঘটনা দেখা গেছে। বিশ্বের ধনী ব্যক্তিদের নিয়ে করা ৩০তম তালিকায় মোট ১ হাজার ৮১০ জন বিলিয়নিয়ার স্থান পেয়েছেন, যা গত বছরে ছিল ১ হাজার ৮২৬ জন। শীর্ষ ২০ জনের তালিকার মধ্যেও রদবদল লক্ষ করা গেছে।

বিল গেটস এবং শীর্ষ তালিকাঃ

  • শীর্ষে বিল গেটস স্থান করে নিলেও তাঁর সম্পদ কমেছে ৪২০ কোটি মার্কিন ডলার।
  • তিনি পরপর তিনবার এই তালিকায় শীর্ষে থেকে হ্যাটট্রিক করলেন।
  • কিন্তু গত ২১ বছরে ১৭ বারের মতো বিল গেটস শীর্ষ ধনী হিসেবে স্বীকৃতি পেলেন।

অন্যান্যঃ

  • ধনী ব্যক্তিদের তালিকায় ফেসবুকের ৩১ বছর বয়সী প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের উঠে আসার বিষয়টি দেখা গেছে। ১৬ থেকে ৬ নম্বরে চলে এসেছেন তিনি।
  • শীর্ষ দশে স্থান করে নিতে পেরেছেন আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস।
  • সবচেয়ে নবীন ও কনিষ্ঠ ধনকুবের হিসেবে তালিকায় রয়েছে নরওয়ের ১৯ বছর বয়সী তরুণ আলেক্সান্দারা আন্দ্রেসেন।
  • মেক্সিকোর কার্লস স্লিমকে চতুর্থ স্থানে ঠেলে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এমানসিও ওর্তেগা। ওয়ারেন বাফেট ৩ নম্বর স্থান ধরে রেখেছেন।

 

বিশ্বের শীর্ষ ১০ ধনীর নাম ও সম্পদের পরিমাণ

 

১. তালিকার শীর্ষে আছেন বিল গেটস। তাঁর মোট সম্পদের পরিমাণ ৭৫ বিলিয়ন মার্কিন ডলার । বয়স ৬৫। মার্কিন নাগরিক। প্রতিষ্ঠানের নাম মাইক্রোসফট।

 

২. তালিকায় দ্বিতীয় স্থানে আছেন এমানসিও ওর্তেগা। সম্পদের পরিমাণ ৬৭ বিলিয়ন মার্কিন ডলার। বয়স ৭৯। প্রতিষ্ঠানের নাম জারা। স্পেনের নাগরিক।

 

৩. তৃতীয় স্থানে আছেন ওয়ারেন বাফেট। সম্পদের পরিমাণ ৬০ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। বয়স ৮৫। প্রতিষ্ঠানের নাম বার্কশায়ার হ্যাথওয়ে। যুক্তরাষ্ট্রের নাগরিক।

 

৪. চতুর্থ স্থানে আছেন কার্লোস স্লিম হেলু। সম্পদের পরিমাণ ৫০ বিলিয়ন মার্কিন ডলার। বয়স ৭৬। টেলিকম খাতের ব্যবসা। মেক্সিকোর নাগরিক।

 

৫. পঞ্চম স্থানে আছেন জেফ বেজোস। সম্পদের পরিমাণ ৪৫ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। বয়স ৫২। প্রতিষ্ঠানের নাম আমাজন। যুক্তরাষ্ট্রের নাগরিক।

 

৬. ষষ্ঠ স্থান দখল করেছেন মার্ক জাকারবার্গ। সম্পদের পরিমাণ ৪৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। বয়স ৩১। প্রতিষ্ঠানের নাম ফেসবুক। যুক্তরাষ্ট্রের নাগরিক।

৭. সপ্তম স্থানে আছেন ল্যারি অ্যালিসন। সম্পদের পরিমাণ ৪৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। বয়স ৭১। প্রতিষ্ঠানের নাম ওরাকল। যুক্তরাষ্ট্রের নাগরিক।

 

৮. অষ্টম স্থানে আছেন মাইকেল ব্লুমবার্গ। সম্পদের পরিমাণ ৪০ বিলিয়ন মার্কিন ডলার। বয়স ৭৪। প্রতিষ্ঠানের নাম ব্লুমবার্গ। যুক্তরাষ্ট্রের নাগরিক।

 

৯. ৩৯ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে একই অবস্থানে আছেন যুক্তরাষ্ট্রের দুই ব্যবসায়ী চার্লস কোচ ও ডেভিড কোচ