Studypress News
সুপার টিউসডেতে হিলারি ও ট্রাম্পের বড় জয়
02 Mar 2016

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ণ প্রত্যাশীদের সবচাইতে বড় পরীক্ষা সুপার টিউসডের ভোটাভুটিতে বড় জয় পেতে যাচ্ছেন ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। সবশেষ খবর অনুযায়ী নিজ নিজ দলের মধ্যে সবচেয়ে বেশি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন তারা দুজনই।
এ পর্যন্ত হিলারি ক্লিনটন সাতটি এবং তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডারস চারটি রাজ্যে জয় পেয়েছেন। অন্যদিকে ছয়টি রাজ্যে জিতেছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। তার প্রতিদ্বন্দ্বী ট্রেড ক্রুজ দুটি ও মার্কো রুবিও একটি রাজ্যে জয়ী হয়েছেন। মোট এগারোটি অঙ্গরাজ্যে দু দলের সমর্থকরা নিজ নিজ দলের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় ভোটে অংশ নেন। প্রার্থী বাছাইয়ের দীর্ঘ এবং জটিল প্রক্রিয়ার মধ্যে ‘সুপার টিউসডে’ হিসেবে পরিচিত মঙ্গলবার দিনটিকে খুব গুরুত্বের সাথে দেখা হয় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে। এই দিনটির ভোটাভুটিই প্রার্থীদের জন্য সুস্পষ্ট পার্থক্য গড়ে দেয় কখনো কখনো। ডেমোক্রেটিক দলে প্রার্থী দুজন হলেও রিপাবলিকান দলে মোট ৫ জন প্রার্থী লড়ছেন। এরা হলেন ডোনাল্ড ট্রাম্প, টেড ক্রুজ, মার্কো রুবিও, জন কেসিক এবং বেন কারসন।
(সূত্র: বিবিসি)
Important News

Highlight of the week
