Studypress News
মুম্বাইতে ১৬ টি "No Selfie Zone" তৈরি
01 Mar 2016

মুম্বাইতে সেলফি ঘটিত দূর্ঘটনা এবং মৃত্যু রোধের লক্ষ্যে মুম্বাই পুলিশ ১৬ টি "No Selfie Zone" অর্থাৎ সেলফি তোলা নিষিদ্ধ এমন একালা চিহ্নিত এবং নিষিদ্ধ ঘোষণা করেছে।
সম্প্রতি বেশ কিছু সেলফি ঘটিত দুর্ঘটনার প্রেক্ষিতে মুম্বাই পুলিশ এই উদ্যোগটি হাতে নিয়েছে।
সেলফি ঘটিত মৃত্যু হার বর্তমানেও সবচেয়ে বেশি ভারতে। ২০১৪ সালের জরিপ মতে, সমস্ত পৃথিবিতে সেলফি ঘটিত মৃত্যু ঘটে ৪৯ জন লোকের, যার মধ্যে ১৯ জনই ভারতের।
Important News

Highlight of the week
