Studypress News

IMF-এ বাংলাদেশের শেয়ার দ্বিগুণ হল

29 Feb 2016

International Monetary Fund (আন্তর্জাতিক মুদ্রা তহবিল)-এ দ্বিগুণ হয়েছে বাংলাদেশের শেয়ার, যার ফলে বেড়েছে ভোটিং ক্ষমতাও।

২৪ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে IMF-এ বাংলাদেশের কোটা বৃদ্ধির চাঁদা পরিশোধের মাধ্যমে এ ক্ষমতা ০.১৫ শতাংশ থেকে বেড়ে ০.২৪ শতাংশ হয়।

* অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

* প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালে আইএমএফ এর ১৪তম কোটা পুনঃমুল্যায়ন সভায় বাংলাদেশের কোটা বা শেয়ার ১০০ শতাংশ বাড়িয়ে ১০৬ কোটি ৬০ লাখ ‘এসডিআর’ করা হয়, যা কার্যকর হয়েছে গত ২৬ জানুয়ারি থেকে।

* বর্তমানে আইএমফের মোট তহবিলের ০.২৪৫ শতাংশ বাংলাদেশের।

* এসডিআর হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস, যা আইএমএফের নিজস্ব মুদ্রা। ১ এসডিআর সমান বাংলাদেশি ১১২ দশমিক ৫১ টাকা।

* সর্বশেষ ১৯৯৮ সালে বাংলাদেশের কোটা বাড়ানো হয়েছিল। তখন বাংলাদেশ আইএমএফ এর মোট তহবিলের দশমিক ১৩ শতাংশ বা ৫৩ কোটি ৩০ লাখ এসডিআরের শেয়ারহোল্ডার ছিল।

- বাংলাদেশ সরকার নতুন শেয়ারের মূল্য বাবদ ৬ হাজার কোটি টাকা পরিশোধ করে। এর মধ্যে ১৫০০ কোটি টাকা বা ১৩ কোটি ৩৩ লাখ ২৫ হাজার এসডিআর বৈদেশিক মুদ্রায় এবং ৪৫০০ কোটি টাকা বা ৩৯ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার এসডিআর স্থানীয় মুদ্রায় পরিশোধে করেছে।

- আইএমএফের কোটাতে কোনো দেশের যে পরিমাণ শেয়ার থাকে ওই দেশ তার ব্যালান্স অব পেমেন্টের ঘাটতি মেটাতে তা ব্যবহার করতে পারে। এছাড়া এটি কোনো দেশের আর্থিক অবস্থার আন্তর্জাতিক মানদণ্ডও। এরমাধ্যমে সংশ্লিষ্ট দেশের আর্থিক সক্ষমতা মাপা হয়ে থাকে। বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ আন্তর্জাতিক ঋণদানকারী প্রতিষ্ঠানগুলো কোনো দেশে অর্থায়নের ক্ষেত্রে এই সূচকটিকে গুরুত্ব দিয়ে থাকে। আন্তর্জাতিক এই অর্থায়নকারী প্রতিষ্ঠানের মোট ভোটের ১৭ শতাংশের বেশি দখলে রয়েছে যুক্তরাষ্ট্র। জাপানের হাতে রয়েছে ৬ শতাংশের বেশি, জার্মানির ৫ দশমিক ৯৮ শতাংশ এবং ৫ শতাংশ ভোট রয়েছে যুক্তরাজ্যের হাতে।

** (একনজরে IMF) **

- IMF=International Monetary Fund.

- CEO: Christine Lagarde.

- Headquarters: Washington, D.C., United States.

- Membership: 188 countries.

- Type: International financial institution.

- Founded: (December 27, 1945), Bretton Woods, New Hampshire, United States.

- Founders: John Maynard Keynes, Harry Dexter White.

Short note: The International Monetary Fund (IMF) is an international organization headquartered in Washington, D.C., of "188 countries working to foster global monetary cooperation, secure financial stability, facilitate international trade, promote high employment and sustainable economic growth, and reduce poverty around the world." Formed in 1944 at the Bretton Woods Conference, it came into formal existence in 1945 with 29 member countries and the goal of reconstructing the international payment system.