Studypress News
Angara-A5 রকেট
23 Dec 2014
২০১৪ সালের ২৩ ই ডিসেম্বর রাশিয়া Angara-A5 রকেট এর সফল পরীক্ষা সম্পন্ন করে। Angara-A5 রকেট সোভিয়েত ইউনিয়নের পতনের পর নির্মিত প্রথম সফল রকেট। এটির নকশা কাজ এবং বৈজ্ঞানিক গবেষণা দুই দশক ধরে হয়েছে এবং এই কাজে প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে।