Studypress News

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ২৮ বিলিয়ন ডলার

26 Feb 2016

বৃহস্পতিবার পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন মার্কিন ডলার জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রবাসী-আয় (রেমিট্যান্স), আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য কম থাকায় কম আমদানি ব্যয় ও রপ্তানি আয়ে ইতিবাচক প্রবণতাকেই রিজার্ভ ২৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম তিন সপ্তাহে দেশে এসেছে ১০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স। আর গত জানুয়ারিতে ডিসেম্বরের তুলনায় ১০ শতাংশ বেশি রপ্তানি আয় হয়েছে। গত ২৯ অক্টোবর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। এর চার মাসের মাথায় তা ছাড়াল ২৮ বিলিয়ন ডলারে।  

একটি দেশে কত রিজার্ভ থাকতে হবে—তার একটি সাধারণ আন্তর্জাতিক মানদণ্ড রয়েছে। আর সেটি হচ্ছে কমপক্ষে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকতে হবে। দেশের গড় আমদানি ব্যয় ৪ বিলিয়ন ডলার। সে হিসাবে বর্তমান রিজার্ভ দিয়ে সাত মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।