Studypress News
১৬২ জন আরোহী নিয়ে এয়ার এশিয়ার বিমান নিখোঁজ
29 Dec 2014
২৯ই ডিসেম্বর এয়ার এশিয়া তাদের কিউজেড৮৫০১ বিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা নিশ্চিত করেছে। বিমানটি ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। এ সময়ে বিমানটিতে ১৬২ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ১৫৫ জন যাত্রী, ২ জন পাইলট এবং ৫ জন কেবিন ক্রু রয়েছেন।