Studypress News

চলে গেলেন উমবের্তো একো

20 Feb 2016

ইতালীয় লেখক ও দার্শনিক উমবের্তো একো আর নেই। পরিবারের বরাত দিয়ে বিবিসি  আজ শনিবার এ কথা জানায়। ‘দ্য নেম অব দ্য রোজ’ উপন্যাসের জন্য তিনি বিখ্যাত। মৃত্যুকালে তাঁর বয়স হয়ছিল ৮৪ বছর।

গতকাল শুক্রবার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন একো। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি।  ১৯৩২ সালের ৫ জানুয়ারি ইতালির উত্তরাঞ্চলীয় শহর আলেসান্দ্রিয়ায় তাঁর জন্ম। আশির দশকে ‘দ্য নেম অব দ্য রোজ’ উপন্যাস একোকে খ্যাতি এনে দেয়। এটি ৪৩টি ভাষায় অনুবাদ করা হয়েছে। বিক্রি হয়েছে লাখ লাখ। একোর আরও কয়েকটি উপন্যাস হচ্ছে ‘ফুকো’জ পেন্ডুলাম’ (১৯৮৮), ‘দ্য আইল্যান্ড অব দ্য ডে বিফোর’ (১৯৯৫), ‘বাউদোলিনো’ (২০০০), ‘দ্য প্রাগ সিমেট্রি’ (২০১০)।

(সূত্র: বিবিসি )