Studypress News
পাটের জিন রহস্য উন্মোচনকারী মাকসুদুল আলম প্রয়াত
22 Dec 2014
ডিসেম্বর ২২, ২০১৪ শনিবার বাংলাদেশী বিজ্ঞানী ড. মাকসুদুল আলম মারা গেছেন। তার বয়স হয়েছিল ষাট বছর। ২০১০ সালে দেশী পাটের জীবন রহস্য উন্মোচন করে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। তিনি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের জুট জেনোম সিকোয়েন্সিং প্রকল্পের প্রধান বিজ্ঞানী ছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হাওয়াই ম্যানোয়া'র মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ছিলেন তিনি।
পাট গবেষণা ইন্সটিটিউটের কর্মকর্তারা জানাচ্ছেন, গতকাল গভীর রাতে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের একটি হাসপাতালে চিকিৎসা-রত অবস্থায় মারা যান তিনি। গত ২রা ডিসেম্বর ফুসফুসে জটিলতার কারণে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশের হয়ে পাট ছাড়াও পেঁপে, রাবার এবং এক ধরণের ছত্রাকের জীবন রহস্য উন্মোচন করেছেন ড. আলম।