Studypress News
পাকিস্তানের স্কুলে জঙ্গি হত্যাযজ্ঞ
16 Dec 2014
পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছে তালেবান জঙ্গিরা, যাতে নিহত হয়েছে ১৩২ শিক্ষার্থীসহ অন্তত ১৪১ জন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ১৬ই ডিসেম্বর মঙ্গলবার দুপুরের আগে আট থেকে ১০ জন জঙ্গি সামরিক পোশাকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে ঢুকে পড়ে।
খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্কুলের দিকে অগ্রসর হলে শুরু হয় তুমুল গোলাগুলি। এ সময় ভেতরে বিস্ফোরণের শব্দও পাওয়া যায়।
প্রায় আট ঘণ্টার অভিযানের পর বিদ্যালয়টির নিয়ন্ত্রণ নেয় সেনাসদস্যরা। তখন নয়জন জঙ্গির লাশ পাওয়া যায়, যার মধ্যে তিনজন আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারান বলে রয়টার্স জানিয়েছে।
জঙ্গি হামলার সময় স্কুলটিতে ১১শর মতো শিক্ষার্থী ছিল জানিয়ে স্থানীয় কর্মকর্তারা বলেছেন, সাড়ে ৯শর মতো শিক্ষার্থীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান এ হামলার দায় স্বীকার করেছে বলে রয়টার্সসহ পাকিস্তানের সংবাদ মাধ্যমে বলা হয়েছে।