Studypress News

হেরে গেল বাংলাদেশ

11 Feb 2016

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ওঠা হল না বাংলাদেশের। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরেছে স্বাগতিকেরা। শিরোপার লড়াইয়ে ১৪ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে উইন্ডিজ।

মিরপুরে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। আবারো ব্যর্থ হয় টপ অর্ডার। পিনাক ঘোষ, সাইফ হাসান আর ইনফর্ম নাজমুল হোসেন শান্ত দলীয় ৫৮ রানেই ফিরে যান। চাপে পড়া দলকে একাই টেনে নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৭৪ বলে তার ৬০ রানের ইনিংসের পরও ২২৬ রানের বেশি করতে পারেনি জুনিয়র টাইগাররা। ২০ রান খরচায় ৩ উইকেট নেন কিমো পল।

 এই সংগ্রহ নিয়েও লড়েছে মিরাজরা। ম্যাচটাকে একপেশে হতে দেয়নি শিমরন হেটমায়ার ও গিডরন পোপের আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরও। ৫৯ বলে ৬০ রান করেন উইন্ডিজ ক্যাপ্টেন হেটমায়ার।তবে, শামার স্প্রিঙ্গারের দেয়াল ভাঙতে পারেনি বাংলাদেশ।৮৮ বলে ৬০ রানের হার না মানা ইনিংস খেলে উইন্ডিজদের ফাইনালে তুলে দনে স্প্রিঙ্গার। স্কোরবোর্ডে যথেষ্ট রান না থাকাটাই কাল হয়ে দাঁড়ায় মিরাজদের জন্য। যে দলটিকে বিশ্বকাপ শুরুর আগে ৩-০ ব্যবধানে হারানোর তাজা স্মৃতি আছে তাদের কাছেই হারতে হল।

স্কোর:  বাংলাদেশ           ২২৬ (৫০ ওভার)

      মেহেদী হাসান       ৬০(৭৪)

      জয়রাজ শেখ       ৩৫(৫৪)        

   

      ওয়েস্ট ইন্ডিজ     ২৩০/৭ (৪৮.৪ ওভার)  

      শামার স্প্রিঙ্গার      ৬২*(৮৮)

      শিমরন হেটমায়ার   ৬০(৫৯)

     

      মেহেদী হাসান     ২/৫৭ 

      সাইফউদ্দিন       ২/৪৬

      সালেহ আহমেদ     ৩/৩৭

 

      ম্যাচসেরা: শামার স্প্রিঙ্গার

   

(ছবি: আইসিসি)