Studypress News
শ্যুটিংয়ে স্বর্ণ জিতলেন শাকিল
10 Feb 2016

ভারতের গুয়াহাটিতে, এসএ গেমসে বাংলাদেশকে চতুর্থ স্বর্ণ জেতালেন শাকিল আহমেদ। ৫০ মিটার পিস্তলে সেনাবাহিনীর এই শ্যুটার ১৮৭ দশমিক ৬০ স্কোর করেন। বাংলাদেশকে প্রথম স্বর্ণ এনে দিয়েছিলেন মাবিয়া আক্তার সীমান্ত। ভারোত্তোলনে নারীদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছিলেন তিনি। আর সাঁতারে নারীদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের স্বর্ণ জয়ের পর ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকেও সেরা হন মাহফুজা আক্তার শীলা।
Important News

Highlight of the week
