Studypress News

স্বপ্নের ফাইনালের পথে বাধা উইন্ডিজ

10 Feb 2016

যুব বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেমিফাইনাল। এমন ম্যাচে স্নায়ুর চাপে ভুগবেন না মিরাজরা, এ হতেই পারে না। হ্যাঁ, বৃহস্পতিবার (আগামীকাল)  এই চাপকে জয় করতে পারলেই স্বপ্নের ফাইনালে পৌঁছানোটা অসম্ভব হবে না। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ মোটেও অচেনা নয়। বিশ্বকাপ শুরুর আগে এই দলটিকেই ৩-০ ব্যবধানে হারিয়েছিল জুনিয়র টাইগাররা। স্বাগতিকদের দুর্বলতা ফুটে উঠেছিল কোয়ার্টার ফাইনালে নেপালের বিপক্ষে ম্যাচে। পরে ব্যাট করে ম্যাচ জিততে সেদিন ঘাম ঝরাতে হয়েছিল। দুর্বলতা রয়েছে পেস অ্যাটাকেও। তবে, সেটা ঢেকে দেয়ার মত রসদ আছে। মিডল অর্ডারটা যথেষ্ট শক্তিশালী। ব্র্রেকথ্রু এনে রানার চাকা আটকে দেয়ার কাজটা ঠিকঠাক করে যাচ্ছেন স্পিনাররা। সবমিলিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দলকে চ্যালেঞ্জ জানানোটা কঠিন কাজই হবে উইন্ডিজদের জন্য। মিরপুরে খেলা শুরু হবে সকাল ৯ টায়।

(ছবি: আইসিসি)