Studypress News
নতুন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার
13 Feb 2015
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অ্যাশটন কার্টার (৬০) সিনেটের মনোনয়ন পেয়েছেন। গত বছরের নভেম্বরে প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল চাপের মুখে তার পদত্যাগপত্র পেশ করেন। ডিসেম্বরে ওবামা অ্যাশটন কার্টারকে পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করেন। তবে সিনেটের অনুমোদন প্রয়োজন ছিল। অবশেষে, সিনেটের পক্ষ থেকেও অ্যাশটন কার্টারের মনোনয়নের চূড়ান্ত ঘোষণা দেয়া হলো। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিনেটে ৯৩-৫ ভোটে প্রতিরক্ষামন্ত্রী নির্বাচিত হন অ্যাশটন কার্টার। ফলে, চাক হেগেলের স্থলাভিষিক্ত হচ্ছেন কার্টার। ওবামার প্রশাসনের চতুর্থ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত হচ্ছেন তিনি। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা সদর-দপ্তর পেন্টাগনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অ্যাশটন কার্টার, যা পেন্টাগনের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদ। ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অস্ত্র-ক্রয় সংক্রান্ত বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছিলেন।