Studypress News

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত

09 Feb 2016

শ্রীলঙ্কাকে ৯৭ রানে হারিয়ে পঞ্চমবারের মতো আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত।   মিরপুরে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ২৭ রানের মধ্যেই দুই উইকেট হারায় তারা।  তৃতীয় উইকেটে ৯৬ রান যোগ করেন সরফরাজ খান ও আনমোলপ্রীত সিং। ৭২ রান করেন আনমোলপ্রীত।সরফরাজের ব্যাট থেকে আসে ৫৯ রান। এরপর ওয়াশিংটন সুন্দরের ৪৫ বলে ৪০ ও আরমান জাফরের ১৫ বলে ২৯ রানে, শ্রীলঙ্কাকে ২৬৮  রানের টার্গেট দেয় ভারত্। জবাবে, ৪২ ওভার ৪ বলে ১৭০ রানেই শেষ হয় লঙ্কানদের ইনিংস।  ২১ রান খরচায় নেন  তিন উইকেট ভারতের মায়াঙ্ক ডাগার। ম্যাচসেরা হয়েছেন আনমোলপ্রীত। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ফাইনাল ১৪ই ফেব্রুয়ারি।

(ছবি: আইসিসি)