Studypress News

রেকর্ড গড়ে মাহফুজার দ্বিতীয় স্বর্ণ

08 Feb 2016

এসএ গেমসে সাঁতারের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকেও স্বর্ণ জিতেছিলেন। মাহফুজা খাতুন শিলা নতুন রেকর্ড গড়ে আজ জিতেছেন ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকের স্বর্ণ।ভেঙে দিয়েছেন দশ বছরের পুরোনো রেকর্ড। ৩৪ দশমিক ৮৮ সেকেন্ড সময় নিয়ে তিনি পেছনে ফেলেছেন ২০০৬ সালের কলম্বো গেমসে শ্রীলঙ্কার রাহিম মাইয়ুমির টাইমিং (৩৪ দশমিক ৯৮)।যশোরের নওয়াপাড়ার মেয়ে মাহফুজা গতকাল ১০০ মিটারে স্বর্ণ জিতেছিলেন ১ মিনিট ১৭ দশমিক ৮৬ সেকেন্ড সময় নিয়ে।