Studypress News

১৫ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া

08 Feb 2016

জি-টু-জি প্লাস (সরকার থেকে সরকার) প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে আগামী তিন বছরে ১৫ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। মাথাপিছু খরচ হবে ৩৪ থেকে ৩৭ হাজার টাকা। এই টাকা বহন করবে নিয়োগ দাতা কর্তৃপক্ষ। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্যে সমঝোতা খসড়া অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে আগের নেওয়া উদ্যোগগুলোর ক্ষেত্রে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) পূর্ণ সহযোগিতা পাওয়া যায়নি। তবে জি-টু-জি প্লাস চুক্তিতে বায়রা সহযোগিতামূলক কিছু কাজে অংশ নেবে। দুই দেশ সমঝোতা স্মারকে সই করার পর আগামী এক সপ্তাহের মধ্যে জনশক্তি রপ্তানির মূল কাজ শুরু হবে।